ফরয নামাযঃ হাদিস-১৯

31 10 2010

হযরত আ’ব্দুল্লহ ইবনে আ’মর রদিয়াল্লহু আ’নহুমা (عبْد الله بنْ عمْرو رضى الله عنْهما) হইতে বর্ণিত আছে যে, একদা নবী করীম সল্লাল্লহু আ’লাইহি ওয়া সাল্লাম নামাযের আলোচনা প্রসঙ্গে এরশাদ করিলেন, যে ব্যক্তি নামাযের এহতেমাম করিবে এই নামায তাহার জন্য কিয়ামাতের দিন নূর হইবে, তাহার (কামেল ঈমানদার হওয়ার) দলীল হইবে এবং কিয়ামাতের দিন আযাব হইতে বাঁচার উপায় হইবে। যে ব্যক্তি নামাযের এহতেমাম করে না তাহার জন্য কিয়ামাতের দিন না নূর হইবে, না তাহার (ঈমানদার হওয়ার) কোন দলীল হইবে, আর না আযাব হইতে বাঁচার কোন উপায় হইবে। সে কিয়ামাতের দিন ফিরআউন, হামান ও উবাহ ইবনে খলাফের সহিত থাকিবে। (মুসনাদে আহমাদ, তাবারানী, মাজমায়ে যাওয়ায়েদ)

মুন্তাখাব হাদিস (জানুয়ারী ২০০২) পৃষ্ঠা ১৮০


পদক্ষেপ

Information

এখানে আপনার মন্তব্য রেখে যান