মৃত্যুর পর আগত অবস্থার উপর ঈমানঃ হাদিস-১৩৭

24 10 2010

হযরত উ’সমান রদিয়াল্লহু আ’নহু (عثْمان رضى الله عنْه) এর আযাদকৃত গোলাম হযরত হানী রহমাতুল্লহ আ’লাইহি বলেন যে,  হযরত উ’সমান রদিয়াল্লহু আ’নহু (عثْمان رضى الله عنْه)  যখন কোন কবরের পাশে দাঁড়াইতেন তখন খুব কাঁদিতেন। এমন কি চোখের পানিতে দাড়ি ভিজাইয়া ফেলিতেন। তাঁহার নিকট আরজ করা হইল, (কি ব্যাপার) আপনি জান্নাত জাহান্নামের আলোচনায় কাঁদেন না, আর কবর দেখিয়া এত কাঁদেন? তিনি বলিলেন, রসুলুল্লহ সল্লাল্লহু আ’লাইহি ওয়া সাল্লাম এরশাদ করিয়াছেন, কবর আখেরাতের ঘাঁটি সমূহের মধ্যে প্রথম ঘাঁটি, যদি বান্দা ইহা হইতে নাজাত পাইয়া যায় তবে পরবর্তী ঘাঁটিসমুহ উহা হইতে সহজ হইবে, আর যদি এই ঘাঁটি হইতে নাযাত না পায়, তবে পরবর্তী ঘাঁটিসমূহ উহা হইতে বেশী কঠিন হইবে। রসুলুল্লহ সল্লাল্লহু আ’লাইহি ওয়া সাল্লাম (ইহাও) এরশাদ করিয়াছেন, আমি কবরের দৃশ্য হইতে ভয়ানক কোন দৃশ্য দেখি নাই। (তিরমিযী)

মুন্তাখাব হাদিস (দারুল কিতাব, জানুয়ারী ২০০২) পৃষ্ঠা ১১৬


পদক্ষেপ

Information

এখানে আপনার মন্তব্য রেখে যান