মৃত্যুর পর আগত অবস্থার উপর ঈমানঃ হাদিস-১৩০

19 06 2010

হযরত মুসতাওরিদ ইবনে শাদ্দাদ রদিয়াল্লহু আ’নহু (مسْتوْرد بْن شدّادٍ رضى الله عنْه) বর্ণনা করেন যে, রসুলুল্লহ সল্লাল্লহু আ’লাইহি ওয়া সাল্লাম এরশাদ করিয়াছেন, আল্লহ তায়া’লার কসম, দুনিয়ার উদাহরণ আখেরাতের মোকাবেলায় এমন, যেমন তোমাদের মধ্যে কোন ব্যক্তি নিজের অঙ্গুল সমুদ্রে বাহির করিয়া দেখিল যে, আঙ্গুলে কি পরিমাণ পানি লাগিয়াছে, অর্থাৎ, যেমন ভাবে আঙ্গুলে লাগিয়া থাকা পানি সমুদ্রের পানির মোকাবেলায় অতি সামান্য, তেমনি ভাবে দুনিয়াবী জিন্দেগী আখেরাতের তুলনায় অতি সামান্য। (মুসলিম)

মুন্তাখাব হাদিস (দারুল কিতাব, জানুয়ারী ২০০২) পৃষ্ঠা ১১২