ফরয নামাযঃ হাদিস-১০

28 10 2010

হযরত উ’বাদাহ ইবনে সমেত রদিয়াল্লহু আ’নহু (عبادة بْن الصّامت رضى الله عنْه) বলেন, আমি রসুলুল্লহ সল্লাল্লহু আ’লাইহি ওয়া সাল্লাম কে এরশাদ করিতে শুনিয়াছি যে, আল্লহ তায়া’লা পাঁচ ওয়াক্ত নামায ফরয করিয়াছেন। যে ব্যক্তি এই নামাযগুলির জন্য উত্তমরূপে ওযু করে, উহাকে মুস্তাহাব ওয়াক্তে আদায় করে, রুকু (সিজদাহ) এতমিনানের সহিত করে এবং পরিপূর্ণ খুশু’র সহিত পড়ে আল্লহ তায়া’লার পক্ষ হইতে তাহার জন্য এই ওয়াদা যে, তাহাকে অবশ্যই মাফ করিয়া দিবেন। আর যে ব্যক্তি এই নামাযগুলিকে সময় মত আদায় করে না এবং খুশু’র সহিতও পড়ে না তাহার মাগফেরাতের কোন ওয়াদা নাই। ইচ্ছা হইলে মাফ করিবেন আর না হয় শাস্তি দিবেন। (আবু দাউদ)

মুন্তাখাব হাদিস (জানুয়ারী ২০০২) পৃষ্ঠা ১৭৭