মৃত্যুর পর আগত অবস্থার উপর ঈমানঃ হাদিস-১৩৩

23 06 2010

হযরত আ’ব্দুল্লহ রদিয়াল্লহু আ’নহু (عبْد الله رضى الله عنْه) বর্ণনা করেন যে, একবার রসুলুল্লাহ সল্লাল্লহু আ’লাইহি ওয়া সাল্লাম চার কোণ বিশিষ্ট (চারটি রেখাযুক্ত) একটি নকশা আঁকিলেন, অতঃপর ঐ চার কোণ বিশিষ্ট নকশার মধ্যে অন্য আরেকটি লম্বা রেখা টানিলেন যাহা নকশার বাহিরে চলিয়া গেল। তারপর নকশার ভিতরে ছোট ছোট রেখা টানিলেন। (উহার আকৃতি উলামাগণ বিভিন্ন প্রকার লিখিয়াছেন তন্মধ্যে একটি নকশা হইল এইরূপ)

ইহার পর রসুলুল্লাহ সল্লাল্লহু আ’লাইহি ওয়া সাল্লাম এরশাদ করিলেন, মাঝখানের রেখাটি হইল মানুষ, আর (চারকোণ বিশিষ্ট নকশা) যাহা তাহাকে চতুর্দিক হইতে ঘিরিয়া রাখিয়াছে উহা তাহার মৃত্যু, যাহা হইতে মানুষ কখনও বাহির হইতেই পারে না, আর যে রেখাটি বাহিরে চলিয়া গিয়াছে উহা হইল তাহার আশা আকাঙ্ক্ষাসমূহ, যাহা তাহার জীবনের চেয়েও আগে বাড়িয়া গিয়াছে। আর ছোট ছোট রেখাগুলি হইল তাহার রোগব্যাধি ও বিপদ আপদসমূহ। প্রত্যকটি রেখা হইল একেকটি বিপদ। যদি একটি হইতে বাঁচিয়া যায় তবে আরেকটি তাহাকে ধরিয়া ফেলে, আর যদি উহা হইতে প্রাণে বাঁচিয়া যায় তবে অন্য কোন বিপদ আসিয়া পড়ে। (বুখারী)

মুন্তাখাব হাদিস (দারুল কিতাব, জানুয়ারী ২০০২) পৃষ্ঠা ১১৪


পদক্ষেপ

Information

এখানে আপনার মন্তব্য রেখে যান